লেবুতলা ইউনিয়ন এর ভৌগোলিক অবস্থান ও সীমানা
তদানিন্তন ভারতবর্ষে ব্রিটিশ শাসনামলে আনুমানিক ১৯৪৩ সালে বৃহত্তর ঢাকা জেলার নারায়ণগঞ্জ মহুকুমাধীন রায়পুরা থানার অর্ন্তগত অত:পর পূর্ব পাকিস্তানে মনোহরদী থানা বা বর্তমান মনোহরদী উপজেলাধীন লেবুতলা ইউনিয়ন। ভৌগোলিক অবস্থান ২৪º০৪´ থেকে ২৪º১৫´ উত্তর অক্ষাংশ এবং ৯০º৩৮¢ ও ৯০º৪৯¢ পূর্ব দ্রাঘিমাংশ। বর্তমান ঢাকা বিভাগের নরসিংদী জেলার ৬টি উপজেলার মধ্যে মনোহরদী উপজেলাধীন লেবুতলা ইউনিয়ন এর দূরত্ব মনোহরদী উপজেলার জিরো পয়েন্ট থেকে প্রায় ০৮ কি.মি। মনোহরদী উপজেলা মানচিত্রে লেবুতলা ইউনিয়ন পরিষদ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস