লেবুতলা ইউনিয়নের উৎপাদিত শস্যের মধ্যে উল্লেখ্যযোগ্য শস্য হচ্ছে ধান। এছাড়া কৃষিজাত দ্রব্যেরনাম করতে হয় কলা, পাট, ডাল মাসকলাই ইত্যাদি। এখান কার উল্লেখ্যযোগ্য ফল হচ্ছে আম কাঠাল জাম পেয়ারা নারিকেল তাল খেজুর ইত্যাদি প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। মরিচ, পেয়াজ, রসুন, ধনে আদা ইত্যাদি মসলা জাতীয় শস্য। কুমড়া, করলা শিম ঢেড়শ গোল আলু ফুল কপি বাধা কপি উত্যাদি প্রচুর পরিমাণে উৎপাদিত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস