নোয়াকান্দী হাজী আলীম উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ১৯৪৫ সালে স্থাপিত হয়। তখন সাধারনত টিনের ভাংগা ঘরছিল। বিশাল খেলার মাঠ আছে। দুই দিকে সীমানা প্রাচীর একদিকে প্রাথমিক বিদ্যালয়। দু তলা বিশিষ্ট বিল্ডিং। পর্যাপ্ত শ্রেণী কক্ষ আছে। ১০ টি টয়লেট। চতুর দিকে বিভিন্ন গাছপালা সহ খুব সুন্দর মনোরম পরিবেশ এ বিদ্যালয়টি অবস্থিত।
১৯৪৫ সনে নোয়াকান্দী হাজী আলীম উদ্দীন উচ্চ বিদ্যালয়েটি জনাব হাজী আলীম উদ্দীন এর নামের উপর বিদ্যালয়টি স্থাপিত হয়। উনি ছিলেনএকজন সমাজসেবক ও শিক্ষানুরাগী। তার পর থেকে বিদ্যালয়টি উত্তরোত্তর সুনামের সাথে পরিচালনা করে আসছে।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|---|---|---|
মো: হেলাল উদ্দীন | 01716456520 |
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|
৬ষ্ঠ- ৮২
৭ম -৮৫
৮ম - ৮০
৯ম - ৭৬
১০ম -৯৫
০১। সভাপতি জনাব মো: জাকির হোসেন আকন্দ
০২। অভিভাবক সদস্য - জনাব মো: জসিম উদ্দীন
০৩। শিক্ষক প্রতিনিধি - জনাব মো: রফিকুল ইসলাম
০৪। প্রতিষ্ঠান প্রধান- জনাব মো: হেলাল উদ্দীন
২০১৯ইং মোট পরীক্ষীর্থী ১৬১ জন উর্ত্তীন পরীক্ষার্থী ১৩৫ জন
২০২০ইং মোট পরীক্ষীর্থী ১২৫ জন উর্ত্তীন পরীক্ষার্থী ৭৮ জন
২০২১ইং মোট পরীক্ষীর্থী ১২৫জন উর্ত্তীন পরীক্ষার্থী ১২৩ জন
২০২২ইং মোট পরীক্ষীর্থী ১০৭ জন উর্ত্তীন পরীক্ষার্থী ৯৫ জন
২০২৩ইং মোট পরীক্ষীর্থী ৯০ জন উর্ত্তীন পরীক্ষার্থী ৬৪ জন
২০২২ ইং সনের এসএসসি পরীক্ষার রেজাল্ট এর ভিত্তিতে ২২ জন জিপিএ ০৫ পেয়েছে এরই মাঝে ট্যানেল পুলসহ ০৬ জন শিক্ষাবৃত্তি পেয়েছে।
বিদ্যালয় সহ উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন প্রকার খেলাধূলায় কৃতিত্বের সাথে প্রতি বছর ১ম ও ২য় স্থান অর্জন করে থাকে। প্রতি বছরই আন্ত স্কুল বির্তক প্রতিযোগিতা বারবারই আমাদের বিদ্যালয় ১ম স্থান অধিকার করে আসছে। ভবিষৎ আরো উন্নত ও সমৃদ্ধ করার আশাবাদী।
লেখাপড়ার পাশাপাশি আমাদের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক বৃন্দের অধির আগ্রহে আমাদের বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিভিন্ন প্রকার থেলাধূলার উদ্ভোধ করে থাকে। সর্ব পরি একটি আদর্শ রোম নির্মাণ, সিসিটিভির মাধ্যমে ক্লাস পরিচালনা, ডিজিটাল হাজিরা প্রতিস্থাপন, স্কুলের ওয়েভ সাইট প্রতিস্থাপন, অত্যাধুনিক কম্পিউটার ল্যাব প্রতিস্থাপন।
০১। ঝাছরা, ০২। লাবন্য দাস ০৩। সিফাত রহমান, ০৪। মারিয়া সুলতানা মীম ০৫। মৌমিতা ০৬। সাকিবা ০৭। নূসরাত জাহান মীম ০৮। ইমরান মোড়ল, ০৯। দিহান, ১০। স্নেহা দাস, ১১। সিদরাতুল মোন্তাহার, ১২। বৃষ্টি আফরিন ১৩। ফাতেমা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস